তুনিশা শর্মার মৃত্যুর ঘটনায় নতুন প্রমাণ এসেছে ওয়ালিব পুলিশের হাতে। শনিবার আলিবাবা-দাস্তান-এ-কবুলের সেটেই আত্মহত্যা করেন তুনিশা। আর তাতে নাম জড়িয়েছে অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শিজান খানের। তুনিশার সঙ্গে তার ছাড়াছাড়ি হয় পনেরো দিন আগেই।
একইসঙ্গে কাজ করতেন দুজনে আলিবাবা সিরিয়ালের সেটে। এমনকী, সিজানের মেকআপ রুমেই নিজেকে শেষ করে দেন তুনিশা। যদিও সেই সময় শিজান উপস্থিত ছিলেন না সেটে।
তবে পুলিশি তদন্তে উঠে এল, মারা যাওয়ার আগের মুহূর্তেই কথা হয়েছে শিজান আর তুনিশার। প্রয়াত অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে শিজানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাসি আদালতের পক্ষ থেকে প্রথমে ৪ দিন ও পরে ২ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়। ওয়ালিব পুলিশের দাবি তদন্তে সহযোগিতাা করছেন না শিজান খান।
গলায় দড়ি দেয়ার আগের মুহূর্তেও শিজানের সঙ্গে কথা বলেছেন তুনিশা। সেই মর্মে প্রমাণ এসেছে পুলিশের হাতে। ২৫০-৩০০ পাতার হোয়াটসঅ্যাপ চ্যাটও এসেছে পুলিশের হাতে।
সঙ্গে হোয়াটসঅ্যাপের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে শিজান আর তার ‘গোপন বান্ধবী’র মধ্যে হওয়া চ্যাট পুনরুদ্ধারের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।