শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন মুনমুন ধর্মেচা এবং আরবাজ মার্চেন্ট। ২৮ অক্টোবর কয়েকটি শর্তে তাদের জামিন মেলে। সেসবের মধ্যে দুটি শর্ত নিয়ে আপত্তি তুলেন আরিয়ানের বান্ধবী মুনমুন।
এ বিষয়ে সোমবার (৮ নভেম্বর) ভারতের বম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি। মুনমুন ধামেচা আবেদনে বলেন- তার জামিনের দুটি শর্ত যেন পুনর্বিবেচনা করে ছাড় দেওয়া হয়।
এগুলো হলো- মুম্বাইয়ের বদলে দিল্লির নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) দপ্তরে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হোক। তদন্তকারী কর্মকর্তাকে গন্তব্যের তথ্য জানানোর শর্তটিতে ছাড় দেওয়া হোক।
মুনমুনের পক্ষে এই আবেদন করেন তার আইনজীবী আলি কাসিফ খান। তবে বম্বে হাইকোর্ট এখনও এ বিষয়ে কিছু জানায়নি। জামিনের শর্তে বদল চান আরিয়ানের বান্ধবী মুনমুন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।