বাবা-মা হলেন সঞ্চালক-গায়ক-অভিনেতা আদিত্য নারায়ণ ও ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্বেতা আগরওয়াল। গত ২৪ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শ্বেতা। এতদিন খবরটি গোপন রাখলেও শুক্রবার (৪ মার্চ) দুপুরে ইনস্টাগ্রামে এক পোস্টে এই সুখবর দেন আদিত্য নারায়ণ।
বিয়ের একটি ছবি শেয়ার করে আদিত্য নারায়ণ ক্যাপশনে লিখেছেন—‘সৃষ্টিকর্তা আমাদের আর্শীবাদস্বরূপ একটি কন্যা সন্তান দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি পৃথিবীর আলো দেখেছে সে। আপনাদের সঙ্গে খবরটি শেয়ার করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত।’
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম বম্বে টাইমসের সঙ্গে কথা বলেছেন আদিত্য। এ গায়ক বলেন—‘আমাকে সবাই বলেছিল আমাদের নাকি ছেলে হবে। কিন্তু মনে মনে আমি সব সময় মেয়ে চাইতাম। আমার মনে হয় বাবারা সবচেয়ে বেশি ক্লোজ হয় মেয়েদের সঙ্গে। আমি ভীষণ খুশি আমার ঘরে মেয়ে এসেছে। মা-বাবা হওয়ার পর নিজেদের খুব ভাগ্যবান মনে হচ্ছে।’
আদিত্যর বাবা প্রখ্যাত গায়ক উদিত নারায়ণ। আদিত্য নিজেও গায়ক। তাহলে কি মেয়েকে গানের জগতে নিয়ে আসবেন আদিত্য? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি রোজ ওকে গান গেয়ে শোনাই। ওর ডিএনএ-তেই তো সংগীত রয়েছে। আমার বোন ওকে ছোট্ট একটা মিউজিক প্লেয়ার উপহার দিয়েছে। সেখানে সমানে আধ্যাত্মিক মন্ত্র এবং নার্সারি রাইম চালানো হয়।’ তবে মেয়ের উপর কখনো নিজেদের ইচ্ছে চাপিয়ে দেবেন না আদিত্য। তার ভাষায়—‘মেয়ে বড় হয়ে যা হতে চাইবে সেদিকেই ওকে এগিয়ে দেব।’
স্ত্রী শ্বেতার প্রতি কৃতজ্ঞ আদিত্য। তা জানিয়ে এই সঞ্চালক বলেন, ‘ডেলিভারির সময়ে আমি শ্বেতার সঙ্গেই ছিলাম। সন্তানের জন্ম দেওয়ার জন্য যে মানসিক জোর এবং ধৈর্য লাগে একমাত্র কোনো মেয়ে সেই সাহস দেখাতে পারেন। শ্বেতার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আরো বেড়ে গেছে। গর্ভকালীন মেয়েদের নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, ডেলিভারির সময়ে কত যন্ত্রণা সহ্য করতে হয়।’
২০১০ সালে মুক্তি পায় আদিত্য অভিনীত সিনেমা ‘শাপিত’। এ সিনেমায় তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেন শ্বেতা। এ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। প্রথমে শ্বেতা শুধু বন্ধুই থাকতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে দুজনের সম্পর্ক প্রেমে গড়ায়। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। এটি তাদের প্রথম সন্তান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।