তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে ‘ইয়ং রেবেল’খ্যাত এই তারকার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘আদিপুরুষ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন।

চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু তা বদলে মুক্তির নতুন তারিখ ঘোষণা করেছেন প্রভাস। মঙ্গলবার (১ মার্চ) ছিল শিব পূজা। বিশেষ এই দিনে এই ঘোষণা দেন তিনি।

ইনস্টাগ্রামে সিনেমাটির পোস্টার শেয়ার করে প্রভাস লিখেন—‘‘আদিপুরুষ’ সিনেমাটি ২০২৩ সালের ১২ জানুয়ারি বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’’

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে।

 

কলমকথা/সাথী