শ্রীলঙ্কার অন্যতম আলোচিত জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭তম আসরে ‘বিশেষ পুরস্কার’ জিতে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। মঙ্গলবার বিকেলে জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইট ও ফেসবুকে পুরস্কৃত ছবিগুলোর নাম প্রকাশ করা হয়।
এবারের উৎসবে ‘স্পেশাল জুরি ম্যানশন’ হিসেবে পুরস্কার জিতে নিয়েছে মোহাম্মদ রাব্বি মৃধা পরিচালিত বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ছবির প্রযোজক আবু শাহেদ ইমন।
২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি মার্চে তিন দেশের মোট ছয়টির বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’। উৎসবে ‘বেস্ট ডেব্যু ফিল্ম’ এর পুরস্কার জিতে নিয়েছে ভারতীয় বাঙালি নির্মাতা প্রসূন চ্যাটার্জীর ‘দোস্ত জি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।