তালেবানের ভয়ে আফগানিস্তান ছেড়েছেন জনপ্রিয় পপ তারকা আরিয়ানা সাইদ। যুক্তরাষ্ট্রের কার্গো জেটে করে দোহা পৌঁছান তিনি। আফগানিস্তানের দখল তালেবান নিয়ে নেওয়ায় পাকিস্তানকে দুষেছেন তিনি। তবে চলমান এই সঙ্কেটে আফগানদের সহায়তা দেওয়ার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরিয়ানা সাইদ। তিনি বলেছেন, ভারত সত্যিকারের বন্ধু। নিজের বর্তমান অবস্থান প্রকাশ না করে এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ানা সাইদ বলেছেন, আমি পাকিস্তানকে দোষ দেব।
বছরের পর বছর ধরে আমরা ভিডিও দেখেছি, প্রমাণ পেয়েছি যে, পাকিস্তান তালেবানদের ক্ষমতায়নের পেছনে রয়েছে। প্রতিবার আমাদের সরকার তালেবানদের ধরলে তারা পরিচয় দেখে এবং দেখা যায় তারা পাকিস্তানি ব্যক্তি। তিনি আরো বলেন, সে কারণে এটা সুস্পষ্ট যে, আমি তাদের দোষারোপ করি। আশা করি তারা ফিরে যাবে এবং আফগানিস্তানের রাজনীতিতে আর হস্তক্ষেপ করবে না।
সূত্র: এনডিটিভি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।