বরেণ্য অভিনেতা, নির্মাতা আফজাল হোসেন। অন্যদিকে গুণী অভিনেতা ফখরুল বাসার মাসুম। দুজনেই যেমন একই অঙ্গনের মানুষ, তেমনি ঘনিষ্ঠ বন্ধু। মঞ্চ থেকে টেলিভিশন—একসঙ্গে অনেক কাজ করেছেন তারা। মাঝে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। বিরতি ভেঙে আবারো একসঙ্গে কাজ করলেন এই দুই শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পোস্টমাস্টার’ গল্প অবলম্বনে সৈয়দ সালাহউদ্দিন জাকী নির্মাণ করছেন টেলিফিল্ম ‘যা হারিয়ে যায়’। এতে দেখা যাবে আফজাল হোসেন ও ফখরুল বাসার মাসুমকে। এ টেলিফিল্মের শুটিং সেটে তাদের দুই বছর পর দেখা। বন্ধুকে কাছে পেয়ে অনেকটা স্মৃতিকাতর হয়ে পড়েন আফজাল হোসেন।
এই অভিনেতা বলেন, ‘মাসুম, ফখরুল বাসার আর আমি বহুদিন পর একসঙ্গে অভিনয় করেছি। সম্পর্ক বন্ধুত্বের তাই দিনটা বিশেষ কেটেছে- তা নয়। আমাদের সম্পর্ক আরো লম্বা, বর্ণিল। জীবনের সেই ঝকঝকে সময় গত বৃহস্পতিবার দিনভর ইলিশ ধরার জালে রুপালি ইলিশের মতো লাফিয়েছে। সে কালে দলে আরো একজন অভিভাবক শ্রেণির বন্ধু ছিলেন- সৈয়দ সালাহউদ্দিন জাকী। জাকী ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নাটক নির্মাণ করছেন। সে কারণেই একসঙ্গে হওয়া।
দম বন্ধ বন্ধ হওয়া সময়ে এ রকম উপলক্ষ্য পেলে খানিকটা নতুন শ্বাসে বুক ভরে নেওয়া যায়।’ ফখরুল বাসার মাসুমের মনেও স্মৃতি উঁকি দিয়েছিল। তা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রায় দু’বছর পরে আবারো সামনাসামনি দেখা, একসঙ্গে আবার অভিনয় কি সৌভাগ্য, সেটা আবার জাকী ভাইয়ের ডিরেকশনে। আমাদের সেই বর্ণিল ঢাকা থিয়েটারের সময় আসলেই চকচকে ইলিশের ঝাপি, সে ঝাপি অনিঃশেষ কখনো শেষ হয় না। যে বিশাল পরিবারে আমরা অন্তর্ভুক্ত হয়েছি, সে পরিবার জেগে আছে, থাকবে আমৃত্যু।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।