ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে শুরু হয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’। পাঁচ দিনব্যাপী উৎসবের ২০তম আসর চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে। বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
৫০ টাকা টিকিটে সিনেমাগুলো দেখা যাবে এবং প্রতিদিনের প্রথম প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে যেসব চলচ্চিত্র- সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’, দুপুর ১টায় প্রদর্শিত হবে এনামুল কবির নির্ঝর পরিচালিত ‘আহা!’, বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে এন রাশেদ চৌধুরী পরিচালিত ‘চন্দ্রাবতী কথা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।