এসএস রাজামৌলির পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’ গত ২৫ মার্চ মুক্তি পেয়েছে। এটি মুক্তির তারিখ মহামারি করোনার কারণে বার বার পিছিয়ে গিয়েছিল। এদিকে, সিনেমাটি মুক্তির দিন থেকেই বক্স অফিসে সাফল্যের গল্প হয়ে উঠছে।
দুদিন পার করে আর আয় দাঁড়িয়েছে ৩০০-৩২০ কোটি রুপি! যা ক্রমেই ভারতীয় সিনেমায় এক ইতিহাস তৈরি করে চলেছে। ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। দক্ষিণী দুই সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখার সুযোগ পেলেন ভক্তরা এ ছবি দিয়ে। আরও আছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।
সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২৩ কোটি। এটি ভারতসহ সারা বিশ্বের ৮ হাজার হলের আয়ের পরিসংখ্যান৷ যা দ্বিতীয় দিনে এসে ৩০০ কোটি ছাড়িয়েছে৷ এরইমধ্যে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।