সদ্য মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘আরআরআর’ এর সাফল্যের পর সিনেমার পুরো টেকনিশিয়ান টিমকে একটি করে স্বর্ণের কয়েন উপহার দিয়েছেন সিনেমার দুই জনপ্রিয় তারকার এক তারকা রাম চরণ। কর্মীদের দেয়া প্রতিটি কয়েনে ১ তোলা স্বর্ণ রয়েছে বলে জানা যায়।

এদিন, সাফল্যের পর টেকনিশিয়ান টিমকে ডেকে তাদের সঙ্গে বসে দুপুরের খাবার খান রাম চরণ। এরপর প্রত্যেককে একটি করে সোনার কয়েন ও মিষ্টির বাক্স উপহার দেন।

প্রসঙ্গত, কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়েই ‘আরআরআর’ সিনেমার গল্প। এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাম চরণ ও জুনিয়র এনটিআর।

 

 

কলমকথা/ বিথী