অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে ঢালিউডের অন্যতম নায়ক আরেফিন শুভর। বলা যায় সেই অপেক্ষায় আছেন তিনি। আর সেটি হতে যাচ্ছে অল্প মাত্র দু’মাস পরই। করোনাভাইরাস যদি আর নতুন করে হানা না দেয় তাহলে আগামী ৩ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পাবে তার অভিনীত বহুল আলোচিত পুলিশি অ্যাকশন থ্রিলার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি।
বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালকদের একজন সানী সানোয়ার। যৌথভাবে পরিচালিত এ সিনেমার আরেক পরিচালক ফয়সাল আহমেদ। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি বাংলাদেশে মুক্তির একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, অস্ট্রেলিয়ার সিডনি ও নিউজিল্যান্ডের ওয়েলিংটনের প্রেক্ষাগৃহেও প্রবাসীরা দেখতে পাবেন।
এ ছাড়া আরও ১১টি দেশে সিনেমাটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। বিষয়টি নিয়ে আরেফিন শুভ বেশ উচ্ছ্বসিত বলে জানা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘করোনার কারণে কয়েকবার মুক্তির তারিখ পেছাতে হয়েছে। এবার অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেনেছি।
তবু আমি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে চাই। মহামারি যদি আবার প্রকট হয়ে যায় কিংবা রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত আসে তাহলে তো কিছু করার থাকবে না। তবে এটুকু বলতে পারি, মুক্তির পর দর্শকদের দীর্ঘদিনের সিনেমার দেখার অভাব ঘুচিয়ে দেবে। এতটুকু বিশ্বাস নিয়েই কাজ করেছি।’ বিদেশে মুক্তি প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘বিশ্ব সিনেমার আধুনিকতার দৌড়ে মিশন এক্সট্রিম দেশীয় সিনেমার পক্ষে একটি শক্ত প্রতিনিধি।
তাই পৃথিবীর নানা প্রান্তে বসবাসকারী প্রবাসীরা গর্ব নিয়ে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে। এটা তাদের দেশপ্রেম। তাদের প্রতি রেসপেক্ট।’ উল্লেখ্য, এ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার।
৩ ডিসেম্বর মুক্তি পাবে এ সিনেমার প্রথম পর্ব। পরে স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় খণ্ড মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। এদিকে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।