বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। নব্বই দশক থেকে নিয়মিত কাজ করছেন ফেরদৌস। দেশের পাশাপাশি তিনি ভারতের পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। কেননা সেখানকার বহু সিনেমায় অভিনয় করেছেন এ নায়ক। এই সুবাদে ভারতে নিয়মিত যাতায়াত ছিল তার।
কিন্তু গত আড়াই বছর ভারতে যেতে পারেননি ফেরদৌস। কারণ ২০১৯ সালে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন তিনি। তৃণমূলের হয়ে প্রচার করায় তার বিরুদ্ধে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ তোলে বিজেপি।
এরপরই ফেরদৌসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে গত আড়াই বছর ভারতের মাটিতে পা রাখতে পারেননি ফেরদৌস। গত বছরের নভেম্বরে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় প্রতিবেশী রাষ্ট্র। নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় মঙ্গলবার আড়াই বছর পর ভারত যাচ্ছেন ফেরদৌস।
দীর্ঘদিন পর ভারতে যাচ্ছেন ভেবে উচ্ছ্বসিত ফেরদৌস। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভারত আমার সেকেন্ড হোম। নিষেধাজ্ঞা ওঠার পর এই প্রথম সেখানে যাচ্ছি। কী যে ভালো লাগছে, বলে বোঝাতে পারব না।’
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।