রূপকথার গল্পে রাজকুমার-রাজকুমারীর যেমনটি বিয়ে হয়, ঠিক তেমনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনের ছেলে নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
টানা দুবছর চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে দুই পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয় ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে গোয়ার এক বিলাসবহুল হোটেলে প্রথমে হিন্দু মতে এবং পরে গোয়ার এক চার্চে খ্রিস্টান রীতিতে তাদের বিয়ে হয়। বিয়ের চার বছরের মাথায় এসে গত সেপ্টেম্বরে ছাড়াছড়ি হয়ে যায় এই তারকা দম্পতির।
একই সঙ্গে পুরনো স্মৃতিও মুছে ফেলতে চাইছেন তারা। আর এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম থেকে বিয়ের ৮৫টি ছবি ও ভিডিও মুছে ফেলছেন সামান্থা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।