মুম্বইয়ের অভিজাত এলাকা জহুতে ফ্লাট কিনলেন অভিনেত্রী কাজল। তাও একটা নয়, দুটো। জুহুর একটি বহুতল আবাসনের দশম তলায় অবস্থিত ওই দুই ফ্ল্যাটের জন্য কাজলের গুণতে হয়েছে ১১ কোটি ৯৫ লাখ রুপি [প্রায় ১৩ কোটি ৭০ লাখ টাকা।
সবশেষ নেটফ্লিক্সের ’ত্রিভঙ্গ’ ছবিতে দেখা যায় কাজলকে
এখন স্বামী ও ছেলেকে নিয়ে শিব শক্তি বাংলোতে থাকেন কাজল।
বিদেশে পড়াশোনা করছেন অজয়-কাজলের মেয়ে নাইসা।
গতকাল মা তানিশাকে নিয়ে প্রয়াত গায়ক বাপ্পী লাহিড়ীর বাড়িতে হাজির হয়েছিলেন কাজল
কাজলের কেনা প্রথম ফ্ল্যাটটি ১ হাজার ৯২ বর্গফুটের, এটির জন্য ৫ কোটি ৮৬ লাখ রুপি খরচ করেছেন অভিনেত্রী। ১ হাজার ১৫৭ বর্গফুটের দ্বিতীয় ফ্লাটের দাম ৬ কোটি ৯ লাখ রুপি।
জানা গেছে জানুয়ারি মাসের ১২ এবং ১৩ তারিখে এই দুটি ফ্ল্যাট রেজিস্ট্রি করেছেন কাজল।
অজয়ের পর এবার বাড়ি কিনলেন কাজল
কিছুদিন আগে খবর হয় জুহুতেই ৬০ কোটি রুপি দিয়ে বিলাসবহুল বাংলোবাড়ি কিনেছেন কাজলের স্বামী অভিনেতা অজয় দেবগন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।