টলিউড অভিনেতা সৌরভ দাস জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল রাফিয়াথ রশিদ মিথিলার সাথে। ছবির নাম ‘মন্টু পাইলট’। সম্প্রতি ছবির কাজ শেষ হয়েছে। সেট থেকে ধারণ করা একটি ভিডিও গতকাল মঙ্গলবার সৌরভ শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে মন্টু পাইলটের কলাকুশলীদের দেখা গেছে। ছিলেন সৌরভ-মিথিলাও।
ভিডিওতে দেখা যায়, সবাই গোল হয়ে দাঁড়িয়ে শুনছেন আবদুল গাফফার চৌধুরীর লেখা একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। গান শুনতে শুনতে আবেগাপ্লুত হয়ে পড়েন মিথিলা। এক পর্যায়ে কেঁদে ফেলেন তিনি।
সৌরভ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘যে ভাষায় মাকে ডাকি, যে সুরে গাই গান। সারা রাত শ্যুটিং এর শেষে ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।