আলোচিত ২০০ কোটি রুপি প্রতারণার মামলায় ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখরকে গেল বছরের শেষের দিকে গ্রেফতার করা হয়েছে। সুকেশ চন্দ্রশেখরের ফাঁদে পা দিয়ে বেশ বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহি।

তবে এবার নতুন করে প্রকাশ পেল সুকেশের ফাঁদে পা দেয়া আরো তিন বলিউড অভিনেত্রীর নাম প্রকাশ্যে এসেছে। তারা হলেন ভূমি পেডনকর, সারা আলী খান ও জাহ্নবী কাপুর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের মে মাসে সুকেশের নিশানায় ছিলেন সারা আলী খান। নিজের পরিচয় গোপন করে সামাজিক মাধ্যমে মেসেজ দিয়ে যোগাযোগ করেন সুকেশ।

তখন এই প্রতারক সারাকে একটি গাড়ি উপহার দিতে চান। একই সঙ্গে সুকেশের সিইও পিঙ্কি ইরানিও এই অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। এই পিঙ্কির মাধ্যমেই জ্যাকুলিনের সঙ্গে সুকেশের যোগাযোগ হয়েছিল।

এদিকে বিষয়টি নিয়ে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হতে হয়েছে সারাকে। জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানিয়েছেন, প্রতিবার সুকেশের উপহার ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে সারাকে বহুমূল্যের একটি ঘড়ি ও এক বক্স চকোলেট উপহার দিয়েছিলেন সুকেশ।