এবার বক্স অফিসে মুখোমুখি হচ্ছেন আমির খান ও অক্ষয় কুমার। একই দিনে মুক্তি পাচ্ছে আমিরের ‘লাল সিং চাড্ডা’ ও অক্ষয়ের ‘রক্ষাবন্ধন’ সিনেমা। করোনার কারণে, বহুদিন ধরে পিছিয়ে যাচ্ছে আমির খানের সিনেমা লাল সিং চাড্ডার মুক্তির তারিখ।

প্রথমে কথা ছিল এপ্রিলের ১৪ তারিখ মুক্তি পাবে এই সিনেমা। তবে গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আমির খানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলে নয়, আগস্টের ১১ তারিখই মুক্তি পাবে লাল সিং চাড্ডা। এদিকে গতকালই অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘বচ্চন পাণ্ডে’র পোস্টার প্রকাশ্যে এসেছে।

এই সিনেমার ট্রেলার মুক্তি পাবে ১৮ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন অক্ষয় কুমার নিজেই। সাথে জানিয়ে দিয়েছেন সিনেমাটি মুক্তির তারিখও। আগামী আগস্টের ১১ তারিখ মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন এই সিনেমাটি।

 

কলমকথা/সাথী