এবার বলিউডে অভিনেত্রী এলনাজ নরুজিকে দেখা যাবে এমিজয়ী সিরিজ ‘তেহরান’-এর দ্বিতীয় সিজনে। অ্যাপল টিভি প্লাসের জন্য নির্মিত ইসরায়েলি প্রডাকশনটির স্ট্রিমিং শুরু হবে ৬ মে থেকে। অভিনেত্রী বলেন, আমি ‘তেহরান সিজন ১’-এর খুব বড় ভক্ত। আর এখন আমি দ্বিতীয় সিজনে অভিনেয়ের সুযোগ পেয়ে গিয়েছি, একেবারে অলৌকিক মনে হচ্ছে।
এটির স্ট্রিমিং শুরু হবার অপেক্ষায় আছি অধীর আগ্রহ নিয়ে। আশা করি আমার কাজ দর্শকদের ভাল লাগবে, প্রথম সিজন তাদের যেমন ভাল লেগেছে আশা করি এই সিজনও ভাল লাগবে। মোশে যন্ডার পরিচালিত স্পাই থ্রিলার ‘তেহরান’ প্রথম স্ট্রিমিং হয় ইসরায়েলী পে-পার-ভিউ ‘ক্যান ১১’তে। ২২ জুন ইসরায়েলে এবং পরে ২৫ সেপ্টেম্বরে অ্যাপল টিভি প্লাসের মাধ্যমে সারা বিশ্বের জন্য স্ট্রিমিং হয়।
২০২১ সালের নভেম্বরে সিরিজটি সেরা ড্রামা বিভাগে আন্তর্জাতিক এমি লাভ করে, এটি প্রথম এমি জয়ী সিরিজ। ‘তেহরান সিজন ২’ ছাড়া নরুজিকে ‘সঙ্গিন’ সিরিজে দেখা যাবে, পরের সিরিজটিতে তাকে দেখা যাবে তার ‘সেক্রেড গেমস’ সহশিল্পী নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।