ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক ড্রামা সিনেমাতে বেশি দেখা যায় তাকে। তবে এবার ভিন্নতা চাইছেন তিনি।

সম্প্রতি মিডিয়ার সঙ্গে কথোপকথনের সময় সাই পল্লবী জানান, এবার নিজের কমিক দিকটাও যাচাই করে দেখতে চান তিনি। ক্যারিয়ারে শুধু সিরিয়াস চরিত্রেই অভিনয় করেছেন। এবার একটু ভিন্নতা প্রয়োজন বলে মনে করছেন তিনি। কমেডি ঘরানার ভালো একটি সিনেমার চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন এই অভিনেত্রী। শিশুশিল্পী সিনেমা সিনেমা জগতে পা রাখেন সাই পল্লবী। তবে সেগুলোর জন্য কোনো ক্রেডিট তিনি পাননি।

মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিনি। পরবর্তী সময়ে একের পর এক ব্যবসাসফল ও দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ স্টোরি’। এতে নাগা চৈতন্যের বিপরীতে অভিনয় করেন তিনি। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘শ্যাম সিংঘা রয়’। এই সিনেমায় তার সঙ্গে আছেন অভিনেতা নানি। এছাড়া রানা দাগ্গুবতির সঙ্গে ‘বীরতা পর্বম’ সিনেমায় দেখা যাবে তাকে।