কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত এখন বাঁধন। গত বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশিত ভ্যারাইটির বছরের আলোচিত তারকার তালিকায় বাঁধনকে রেখে তার প্রশংসা করা হয়।
এ বিষয়ে বাঁধন বলেন, এটা ভীষণ ভালো লাগার ব্যাপার, আমি ভীষণ আশ্চর্য হয়েছি। আমি বুঝতে পারিনি, এ রকম কিছু ঘটবে। আমি আগেও বলেছি, এখনো বলছি- এটার সম্পূর্ণ কৃতিত্ব পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ সাদের। হয়ত নামটা আমার আছে কিন্তু ব্যাপারটা একেবারেই ঘটিয়েছেন সাদ।
আমাকে বিশ্বাস করার জন্য ডিরেক্টর ও টিমের কাছে আমি কৃতজ্ঞ। ভ্যারাইটির নিবন্ধে বাঁধনকে নিয়ে সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক নামান রামচন্দ্রন লিখেছেন- এ বছর আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রে অভিনয় করেছেন বাঁধন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।