মাদক মামলায় ২৭ দিনের কারাবন্দি জীবনে চিত্রনায়িকা পরীমনির ওজন বেড়েছে। নায়িকা নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। পরীমনি জানান, কারাগারে থাকা অবস্থায় ব্যায়াম করতে পারেননি।
এছাড়া সেখানে ডায়েট মেনে খাবারও খেতে পারেননি। সে কারণেই তিন কেজি ওজন বেড়েছে। অবশ্য ওজন বাড়া নিয়ে চিন্তিত নন পরীমনি।কাজে ফেরার আগেই নিজেকে ফিট করে ফেলবেন বলে জানিয়েছেন তিনি।
বিপুল মাদকসহ গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র্যাব।এরপর তাকে তিন দফা রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে কারাগারে বন্দি ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নায়িকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।