জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন টিভি, চলচ্চিত্র, ওয়েব তিন মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন। তবে অভিনেতা মিলন এবার ওয়েব সিরিজ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। গতকাল নিজের ফেসবুক টাইমলাইনে ওয়েব সিরিজের একটি পোস্টার প্রকাশ করেন মিলন।

বিস্তারিত জানতে মিলনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটি ওয়েব সিরিজ বানাচ্ছি। নাম ‘ইয়েলো ক্যাব’। ৭ পর্বের এ সিরিজের গল্প আমি নিজেই লিখেছি। এ সিরিজে কারা অভিনয় করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। কোন চরিত্রে কাকে নেওয়া যায়, তা যাচাই-বাছাই চলছে।

অপরাধজগৎকে নিয়েই তৈরি হয়েছে ওয়েব সিরিজের গল্প। রহস্য আর পুলিশি তদন্তের সূত্র ধরে এগোবে ‘ইয়েলো ক্যাব’। গল্পে মোট ৯টি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। নারী-পুরুষ মিলিয়ে মুখ্য চরিত্র ৪টি। সবার মধ্যমণি একজন ক্যাব ড্রাইভার। তার মাধ্যমেই ঘটনাগুলো ঘটতে থাকবে। তবে ওয়েব সিরিজে আমি থাকবো একটি অতিথি চরিত্রে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষ দিকে ‘ইয়েলো ক্যাব’-এর শুটিং শুরু করব বলে আশাকরি।

 

কলমকথা/সাথী