করোনামুক্ত হয়েছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। সঙ্গে তার শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। তাই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে পরিচালক মাশরুর পারভেজ।
সোহেল রানা বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। মাশরুর পারভেজ জানান, আব্বু করোনামুক্ত হয়েছেন। গতকাল (৬ জানুয়ারি) রাতে তাকে হাসপাতালটির সাধারণ কেবিনে দেওয়া হয়েছে। তিনি বলেন, আব্বুর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।
তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন খুব হালকা লাগছে সত্যি বলতে। খুব চিন্তায় ছিলাম। আশা করছি আব্বুকে দ্রুতই বাসায় নিয়ে যেতে পারবো। উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। হাসপাতালে ভর্তির আগে তার জ্বর ও কাঁশি ছিলো। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।