টলিউড জুড়ে যেন করোনার কালো ছায়া। একের পর এক তারকা কোভিড আক্রান্ত হচ্ছেন। এবার করোনায় আক্রান্ত হয়েছেন টলিউড সুপারস্টার দেব এবং তার বান্ধবী রুক্মিনী মৈত্র।
বুধবার (৬ জানুয়ারি) সকালেই করোনা পরীক্ষা করার খবর জানিয়েছিলেন দেব সোশ্যাল মিডিয়ায়। আর এরপর করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন বুধবার বিকেলে।
দেব সোশ্যল মিডিয়ায় লিখলেন, ‘আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। আমার করোনা পজিটিভ কোনও উপসর্গ ছাড়াই। আপাতত হোম আইসোলেশনে আছি।’
রুক্মিনী মৈত্র সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই আমার করোনাপজিটিভ এসেছে। আপাতত আমি বাড়িতেই আছি আমার পারিবারিক ডাক্তারের তত্ত্বাবধানে। এটা একটা খুব কঠিন সময়। তাই মনে জোর রাখুন আর অবশ্যই মাস্ক পরুন। আশা করছি খুব জলদি সুস্থ হয়ে উঠব।’
এর আগে, মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেছিলেন রাজ-শুভশ্রী। বুধবার সকালে রুদ্রনীল, পরমব্রত, মিমির করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর এবার কোভিড পজিটিভ দেব-রুক্মিনী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।