করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল। নিজের ইন্সটাগ্রাম পেজে নিজেই একথা জানিয়েছেন তিনি। তবে আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই আইসোলেশনে তাঁর চিকিৎসা চলছে।
তবে নিজের ইনস্টা পেজে কাজল তাঁর নিজের বদলে কন্যা নিয়াশার ছবি পোস্ট করেছেন। নিজস্ব ঢঙেই তিনি লিখেছেন আপাতত তিনি আইসোলেশনে, সর্দিতে জেরবার, মেয়েকে খুব মিস করছেন। তাই মেয়ের ছবি দিয়েছেন। তবে কাজলের স্বামী অজয় দেবগনও করোনা আক্রান্ত কিনা তা জানা অবশ্য জানা যায়নি।
কিং খান শাহরুখের সঙ্গে কাজলের অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের মত মুভির আবেদন আজও রয়েছে।
বলিউড অভিনেত্রী ব্যস্ত ছিলেন তাঁর আগামী ছবির কাজে। আপাতত ‘দ্য লাস্ট হুরেই’ ছবিতে তাঁর শুটিং বন্ধ থাকছে বলে খবর। কাজলের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন বলিউডের অনেকেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।