চলতি মাসের শুরুতেই কলকাতায় থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ৮ জানুয়ারি মিথিলা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তবে করোনামুক্ত হয়েই এক সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন এ অভিনেত্রী।

এ সময়েই ‘দ্য হলি গান’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন মিথিলা। ১৯ জানুয়ারি থেকে মিরপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়। সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত শুটিং করে আবারও কলকাতায় ফিরে গেছেন এই অভিনেত্রী।

‘দ্য হলি গান’ ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা আগুন। নির্মাতা জানান, থ্রিলার ঘরানার গল্পে ছয় পর্বে সিরিজটি নির্মিত হচ্ছে। সিরিজটি পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

 

কলমকথা/বি সুলতানা