দেবাশীষ চক্রবর্ত্তী বাবু,কলারোয়া: কলারোয়ার জয়নগরের কৃতি সন্তান মানস পালের লেখা নাটক বৌ দৌড় প্রচারিত হবে বাংলা ভিশনে।
নাট্যকার মানস পাল পিতা মৃত নিমাই চন্দ্র পালের অনুপ্রেরোনায় মানস পালের সাফল্য। পিতা নিমাই চন্দ্র পাল ছিলেন নাট্য অভিনেতা, তাকে পাড়া মহল্লার বিভিন্ন নাট্য মঞ্চে অভিনয় করতে দেখা যেতো, সেটি অনুসরন করে মানস পালের গড়ে ওঠা, তিনি অভিনেতা না হয়ে হয়েছেন নাট্যকার, পিতাকে অনুসরন করে হয়েছেন প্রক্ষাত নাট্যকর মানস পাল। তার লেখা নাটক সারা দেশের মানুষ বড়, ছোট পর্দায় দেখছে তিনি সাফল্যের সর্বচ্চ শিখরে পৌঁছাতে চান।

৬ডিসেম্বর থেকে প্রতি সোমবার, মঙ্গলবার রাত ৮:২০ থেকে, মানস পালের লেখা নাটক বৌ দৌড় বাংলাভিশনের পর্দায় প্রচারিত হবে। গ্ৰামীন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাদের। ধারাবাহিক নাটক বৌ দৌড় মানস পালের রচনায়, পরিচালনা করেছেন শামস করিম। নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোসারাফ করিম, সালহা খানম নাদিয়া, শামিম জামান, ন‌ওশীন ইসলাম দিশা, শতাব্দি ওয়াদুদ, রিমি করিম প্রমূখ।