বলিউডের প্রতিভাবান অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। ২১ জানুয়ারি ছিল তার ৩৬ তম জন্মদিন। দিনটিতে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেছেন অনুরাগীরা।
সুশান্তের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।
২০২০ সালের ১৪ জুন আচমকাই সুশান্তের মৃত্যুর খবর আসে। নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়াটিভির খবরে বলা হয়েছে, সুশান্তের মৃত্যুর পর রিয়াসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেফতার হন রিয়া। প্রায় এক মাস বাইকুল্লা জেলে কাটিয়েছিলেন এই অভিনেত্রী। অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করেছিলেন। পরে জামিনে ছাড়া পান রিয়া। এরপর বহুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন।
জেল থেকে ফেরার পরও সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট করেননি। শুক্রবার সুশান্তের সঙ্গে নিজের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন রিয়া। জিমের ফাঁকে ভিডিওটি তোলা হয়েছিল। বেশ খোশমেজাজে ছিলেন দুজন। নানাভাবে ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। অতীতের এই সোনালি স্মৃতি শেয়ার করে রিয়া লেখেন, ‘খুব মিস করছি তোমায়।’
সুশান্তের মৃত্যুর পর মাদককাণ্ডে জড়ানোর অভিযোগ উঠে বলিউডের বহু নায়ক-নায়িকার বিরুদ্ধে। মাদক মামলায় কড়া পদক্ষেপ নেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। দীপিকা পাড়ুকান, সারাহ আলি খান, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিংসহ একাধিক তারকাকে এনসিবি দপ্তরে হাজিরা দিতে হয়।
সুশান্তের জন্মদিনে বলিউডের বিশেষ কাউকে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট দিতে এখনও পর্যন্ত দেখা যায়নি। অবশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে সুশান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা রানাউত।
কলমকথা/রোজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।