সম্পর্কে ফাটল ধরেছিল বেশ কয়েক বছর আগে। সেসব ভুলে আবার বন্ধুত্ব জোড়া লেগেছে শাহরুখ খান ও সালমান খানের। এবার এক বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়ালেন আরেক বন্ধু। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের গ্রেফতারের খবরে কাজ ফেলে ‘মান্নত’-এ ছুটে যান সালমান খান।

খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। রোববার রাতে সাদা রঙের রেঞ্জ রোভার গাড়িতে চেপে একটি কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি পরা সালমান কারও সঙ্গে কোনো কথা না বলে সোজা শাহরুখ খানের বাড়ির ভেতরে ঢুকে যান। ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সালমান।

পেশাগত বন্ধুত্বের পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও বহুদিনের। তাই সব কাজ ফেলেই ছুটে এসেছেন শাহরুখ-গৌরীর পাশে দাঁড়াতে। শনিবার একটি প্রমোদতরীতে চলা মাদক পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এর পরেই গ্রেফতার করা হয় তাকে। আদালত সোমবার পর্যন্ত তাকে এনসিবির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।