৬ ফেব্রুয়ারি রোববার সকালে প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। ওই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে গায়িকার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

৭ ফেব্রুয়ারি সোমবার শ্মশান থেকে লতার অস্থিকলস (ছাইয়ের কলসি) সংগ্রহ করেন তার পরিবারের সদস্যরা। আজ ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে গায়িকার অস্থি বিসর্জন করা হলো। এ সময় উপস্থিত ছিলেন লতা মঙ্গেশকরের বোন গায়িকা আশা ভোঁসলে, ভাইয়ের ছেলে আদিনাথ মঙ্গেশকর।

জানা গেছে, ভক্তদের ভিড় এড়িয়ে বৃহস্পতিবার সকালেই মুহারাষ্ট্রের নাসিকে পৌঁছে যান গায়িকার পরিবারের সদস্যরা।গোদাবরী নদীর তীরে রামকুণ্ডে অস্থি বিসর্জন করা হয়।

লতা মঙ্গেশকর অবিবাহিত ছিলেন, তাই তাঁর ভাইয়ের পরিবার মৃত্যু পরবর্তী যাবতীয় নিয়ম পালন করছেন।

 

কলমকথা/সাথী