ভারতের অন্যতম জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে। এমনটাই জানা গেল ভারতীয় গণমাধ্যম থেকে। জানা গেছে, আগামী জুনে একমাসের জন্য যুক্তরাষ্ট্রে যাবেন কপিল শর্মা।

সেখানে তিনি বেশ কয়েকটি লাইভ শো’তে অংশ নেবেন। এজন্য ‘দ্য কপিল শর্মা শো’র শুটিং করতে পারবেন না। এছাড়া নন্দিতা দাসের পরিচালনায় নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কপিল।

সেটা নিয়েও থাকবে অনেকদিনের ব্যস্ততা। এসবের ফাঁকে অনুষ্ঠানের জন্য সময় বের করতে পারবেন না। তাই প্রযোজকরা সিদ্ধান্ত নিয়েছেন, কিছুদিনের জন্য বিরতি দেয়া হবে এই কমেডি প্রোগ্রামের।

তবে ‘দ্য কপিল শর্মা শো’ সহসাই বন্ধ হচ্ছে না। কেননা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কপিল কিছু পর্বের শুটিং করে যাবেন। সেগুলো দেখতে পারবেন ভক্তরা।

 

 

কলমকথা/ বিথী