ঢাকায় ছবির জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার ওপার বাংলায়ও বেশ জনপ্রিয় এখন। যৌথ প্রযোজনার কয়েকটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে এই অবস্থান তৈরি করেছেন তিনি। পশ্চিমবাংলার চলচ্চিত্রে অবদান রাখার জন্য এবার সেখানে পুরস্কৃত হয়েছেন ফারিয়া।

৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। এটি জিতেছেন বাংলাদেশের নায়িকা। করোনার কারণে পুরস্কার নিতে ভারতে যেতে পারেননি তিনি। আয়োজকরা পুরস্কারটি অভিনেত্রীর ঢাকার বাসার ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দেয়।

এ নিয়ে উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া বলেন, “এর আগে ‘বাদশা দ্য ডন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কলকাতার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ পেয়েছিলাম।

এবার ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে ঝুঁকি নিতে চাইনি। ফলে তারা আমার ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়ে দিয়েছে। এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়।”

 

কলমকথা/বি সুলতানা