ফেসবুক থেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সিংহলি গান ছড়িয়ে পড়েছে ঢাকা থেকে কানাডা, কলকাতা, আমেরিকা থেকে আহমেদবাদে। আজকাল বলিউডে কান পাতলেও, এই গানের প্রশংসায় পঞ্চমুখ তারকারা। ভাষা না বুঝেও, মানে না জেনেও ঝড়ের গতিতে শেয়ার হয়ে যাচ্ছে এই গান। কারণ একটাই, গানের মিষ্টি সুর আর মিষ্টি গায়িকা। নেটিজেনদের একের পর প্রশ্ন, মানিকে মাগে হিঠে গানের অর্থ, আর কে এই মিষ্টি গায়িকা ইয়োহানি! ‘মানিকে মাগে হিতে’ গানটি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল শ্রীলঙ্কান সঙ্গীতশিল্পী ইয়োহানি ডিলোকা ডি সিলভা। তিনি ইয়োহানি নামেই বেশি পরিচিত। সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিতে’ এত বেশি জনপ্রিয় হয়েছে যে গানটির তামিল, মালয় ও বাংলা সংস্করণও বের হয়েছে।
গান গাওয়ার পাশাপাশি গান লেখেন ইয়োহানি। তার বয়স মাত্র ২৮ বছর। ‘মানিকে মাগে হিঠে’ লাইনটির বাংলা তর্জমা করা হলে এর অর্থ দাঁড়ায় তুমি আমার চোখের মণি। তবে এই লাইনের রয়েছে আরেকটি অর্থও, তোমার সৌন্দর্য থেকে চোখ সরানো দায়! মানিকে মাগে হিঠে গান থেকে দুম করে জনপ্রিয়তার শীর্ষে গেলেও মিষ্টি গায়িকা ইয়োহানি ডি’ সিলভা বহুদিন ধরেই ইউটিউব স্টার। নিজেই লেখেন গান, নিজেই দেন সুর। উইকিপিডিয়া বলছে ইয়োহানির বয়স ২৮। অনেক আগে থেকেই শ্রীলঙ্কার র্যাপার হিসেবে জনপ্রিয় ইয়োহানি। শ্রীলঙ্কার ভিতরেই বহু স্টেজ শো করে থাকেন ইয়োহানি। তবে মানিকে মাগে হিঠে তাঁর প্রথম গান নয়, যা ভাইরাল হয়। এর আগে ডেভিয়াঙ্গে বারে গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন ইয়োহানি।
তারপর থেকেই ইউটিউবে লাইক ও সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে যায় ইয়োহানির। এখন তো তিনি শ্রীলঙ্কার ‘র্যাপ প্রিন্সেস’। ইয়োহানির সঙ্গে এই গানে সঙ্গ দিয়েছেন, শ্রীলঙ্কার আরেক জনপ্রিয় র্যাপার সথীশন রথনায়কা। সথীশনই প্রথমে এই গানটি গেয়েছিলেন। তারপর মে মাসে এই গানটি নতুন করে রেকর্ড করা হয় ইয়োহানির গলায়। তবে শুধু গান নয়। ইয়োহানির চুলের হালকা লাল রং, বিন্দাস লুক, মিষ্টি মুখশ্রী আর হাসিতে নেটিজেনরা একেবারে মুগ্ধ। নেটদুনিয়া বলছে, রাতারাতি জনপ্রিয়তা বেড়ে যাওয়ার নেপথ্যে ইয়োহানির এই লুকও বেশ কাজ করেছে। হু হু করে বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যা। তার ইউটিউবের সাবস্ক্রিপশন সংখ্যাও রাতারাতি বেড়ে গেছে। ‘মানিকে মাগে হিতে’ লাইনটির বাংলা অর্থ হলো ‘তুমি আমার চোখের মণি’।
গানটির প্রথম কণ্ঠশিল্পী শ্রীলংকার আরেক র্যাপার সথীশন রাথনায়কা। গত বছরের জুলাই মাসে গাওয়া হয় গানটি। আর চলতি বছরের গত মে মাসে ইয়োহানির পুনরায় রেকর্ড করেন এটি। ইয়োহানি আপাতত, নিজের র্যাপ ঘরানার দিকেই মনোনিবেশ করতে চান। শোনা যাচ্ছে, এই গান ভাইরাল হওয়ার পর ইয়োহানির কাছে নাকি বলিউডের অফারও এসেছে। তবে ইয়োহানি এখনই শ্রীলঙ্কা ছেড়ে মুম্বইয়ে পাড়ি দিচ্ছেন না। তাতে কি? ইয়োহানি বলিউডে না এলেও, বলিউড কিন্তু বুঁদ হয়ে রয়েছে ইয়োহানিতেই। অমিতাভ বচ্চন টুইট করে জানিয়েছেন, তিনি এই গানটি লুপে রেখে শুনছেন।
অন্যদিকে পরিণীতি চোপড়া তো গেয়েই ফেলেছেন মানিকে মাগে হিঠে! এই গান এতটাই হিট হয়েছে যে, পাবলিক ডিমান্ডে তামিল, তেলেগু, হিন্দিতেও এই গান আলাদা করে রেকর্ড করা হয়েছে। উঠতি গায়ক-গায়িকারা নিজের মতো করেও এই গান ট্রাই করে ছাড়ছেন ইউটিউবে। বাদ্যযন্ত্রের ব্যবসাও রয়েছে ইয়োহানির। বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলংকায় বিক্রি করেন, আবার সেখানকার স্থানীয় বাদ্যযন্ত্র অন্য দেশে রফতানি করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।