বর্তমানে বলিউডের দুটি আলোচিত ছবি ‘পুষ্পা’ ও ‘এইটি থ্রি’। দুটি মুভিই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত ১৭ ডিসেম্বর। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের প্রবল আগ্রহ ছিল। এমনকি মুক্তির পরও তার ব্যতিক্রম ঘটেনি।
অন্যদিকে এর ঠিক দুদিন আগে ১৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত আলোচিত সিনেমা ‘এইটি থ্রি’। আসছে ২০ মার্চ রাত ৮টায় স্টার গোল্ড টিভিতে প্রিমিয়ার হবে ছবিটি। তবে এর দুদিন আগেই ‘পুষ্পা’ সিনেমার হিন্দি সংস্করণের টিভি প্রিমিয়ারের ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। আর একই দিন একই সময়ে ডিনচাক টিভিতে প্রিমিয়ার হবে আল্লুর বহুল আলোচিত এই সিনেমা। এ নিয়ে মুখোমুখি আল্লু অর্জুন ও রণবীর সিং।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা’ সিনেমার টিভি প্রিমিয়ার নিয়ে গোল্ড মাইনস টেলিফিল্মস লিমিটেডের পরিচালক মনীষ শাহ দারুণ আত্মবিশ্বাসী। টেলিভিশন প্রিমিয়ারে এই ছবি সব রেকর্ড ভেঙে দেবে বলে আশাবাদী তিনি। এমনকি ২০২০ সালের ‘লক্ষ্মী’ সিনেমার টেলিভিশন দর্শকের রেকর্ড ভাঙবে বলেও তার বিশ্বাস।
‘পুষ্পা’ ছবিতে এক চোরাকারবারির চরিত্রে দেখা যায় আল্লু অর্জুনকে। রাশমিকা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। মনীষ শাহর দাবি, ২০২১-২২ সালে সবচেয়ে বেশি দেখা সিনেমা ‘পুষ্পা’।
এদিকে, আন্ডারডগ থেকে বিশ্বকাপ শিরোপা হাতে নেওয়ার পেছনের গল্পই তুলে ধরা হয়েছে ‘এইটি থ্রি’ সিনেমায়। বিশ্বকাপ জেতার কথা শুনে সাংবাদিকদের তাচ্ছিল্য, এরপর একের পর এক ম্যাচে কোণঠাসা অবস্থা থেকে ফিরে আসা এবং সর্বশেষ ট্রফি জেতাসহ ভারতীয় ক্রিকেটের গৌরবগাথা ফুটে উঠেছে এই ছবিতে।
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা গেছে রণবীর সিংকে। এতে কপিল দেবের স্ত্রীর চরিত্রে পর্দায় হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি পরিচালনা করেছেন কবির খান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।