ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। শামীম আহমেদ রনির পরিচালনায় শাকিব খানের বিপরীতে তিনি পা রাখেন চলচ্চিত্রে। এবার এই নায়িকা সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।
সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এই সিনেমার নায়ক এখনও চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে বর্তমান সময়ের কোনো এক নায়কের বিপরীতে দেখা যাবে বুবলীকে।
সিনেমা প্রসঙ্গে সাইফ চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করবো। পাশাপাশি শুটিংও চলতি বছরে শুরু হবে। তিনি আরও বলেন, প্রথমে সিনেমার গল্প বুবলীকে শোনানো হয়। তিনি গল্প ও চরিত্র শুনে আগ্রহ প্রকাশ করেন। আশা করি ভালো কিছু হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।