অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো রক আইকন আইয়ুব বাচ্চুকে নিয়ে বই। লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক। নাম ‘স্মৃতিদহন’। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। লেখক তানভীর তারেক বইটিকে বলছেন ‘অবলোকন গদ্য’।

বই প্রসঙ্গে তানভীর তারেক বলেন, বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার ২২ বছরের যে পরিচয়-সম্পর্ক, তা গীতিকার-শিল্পী বা সাংবাদিক-শিল্পীর বাইরেও অনেক কিছু। স্মৃতিদহন বইটিতে আমার নেওয়া বাচ্চু ভাইয়ের কোনো সাক্ষাৎকার গ্রন্থিত করিনি। বরং এই মানুষটি চলে যাওয়ার পর থেকে নানান স্মৃতি, আক্ষেপ আর ভালোবাসার অনুরণন যে ঘুরপাক খেয়েছে, সেগুলোই শব্দে সাজানোর চেষ্টা করেছি আমি।

তানভীর তারেকের এই গ্রন্থের ভূমিকায় আইয়ুব বাচ্চুর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা লিখেছেন, তানভীর তারেক- তার এই বইটিতে আইয়ুব বাচ্চুকে দেখা, তার সাথে কাটানো সময় ও গানের কাজ মিলিয়ে আবেগঘন কিছু স্মৃতিগল্প লিখেছেন।

যা পড়ে আমারও মাঝে মাঝে ঐসব দৃশ্যকল্প, সমকালীন মানুষটাকে মনে পড়েছে বারবার। আমি জানি, তার অগনিত ভক্তরাও একইভাবে, এই লেখাগুলো পড়ে স্মৃতির সাথে, আইয়ুব বাচ্চুর সাথে হাঁটবেন অনেকক্ষণ। বইটি অনিন্দ্য প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে।

 

কলমকথা/সাথী