কয়েকদিন ধরেই গুঞ্জন মা হচ্ছেন দক্ষিণী চলচিত্র সুন্দরী কাজল আগারওয়াল। বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না তিনি।এখনো সরাসরি কিছু বলেননি।
তবে তার স্বামী গৌতম কিচলু ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। যা ইঙ্গিত করছে এ বছরই মা হতে চলছেন কাগজ।
গৌতম ইনস্টাগ্রামে লেখেন, তোমাকে ২০২২ সালে দেখছি। ক্যাপশনের সঙ্গে একটি গর্ভবতী নারীর ইমোজিও জুড়ে দেন তিনি। এ পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি রইল না সত্যিই তাদের প্রিয় অভিনেত্রী মা হচ্ছেন।
কাজলও অবশ্য নতুন বছরের আগ মূহুর্তে একটি পোস্ট করেন। সেখানে দেখা যায় তার স্বামীর সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। আর তার স্বামী গৌতম তার পেটে হাত দিয়ে রেখেছেন। সেই ছবিতে মা হওয়ার বিষয়ে কিছু না লিখলেও। তখনো তার ভক্তরা বুঝতে পেরেছির ছবিটির আসল রহস্য কি।
কাজল ও গৌতম বিয়ের বন্দনে আবদ্ধ হন ২০২২ সালের ৩০ অক্টোবর। মুম্বাইয়ে তাদের বিয়ে হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।