জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সাইমন সাদিক। প্রথমবারের মতো নবাগত নায়িকা প্রিয়মনির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘হাহাকার’ নামে এ সিনেমা পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। সম্প্রতি চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন-প্রিয়মনি।

প্রিয়মনি বলেন, ‘‘কয়েকদিন আগে ‘হাহাকার’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। মানিক ভাইয়ের পরিচালনায় ও সাইমন ভাইয়ের বিপরীতে অভিনয় করবো। দুজনের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’’চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানান প্রিয়মনি।

ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন প্রিয়মনি। সিনেমাটি এখনো আলোর মুখ দেখেনি। এরই মধ্যে অনন্য মামুনের ‘কসাই’-এ অভিনয় করেছেন তিনি। গত কোরবানির ঈদে মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে ছিলেন নিরব।

এ ছাড়া মাস দুয়েক আগে এই নায়িকা যুক্ত হন বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত নিজের তৃতীয় সিনেমায়। জিয়াউল রোশানের বিপরীতে দেখা যাবে তাকে। নাম ঠিক না হওয়া এই সিনেমা যৌথভাবে নির্মাণ করছেন মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকাদার।

 

কলমকথা/সাথী