আইনি লড়াইয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ হারিয়েছেন চিত্রনায়িকা নিপুণ। তার প্রতিদ্বন্দ্বী চিত্রনায়ক জায়েদ খানই ফিরে পেয়েছেন এই চেয়ার। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে এই রায় দিয়েছেন হাইকোর্ট।
সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে আর কোনো বাধা না থাকলেও বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে সমিতির কার্যালয়ে যান জায়েদ খান। কিন্তু সমিতির গেটে তালা থাকায় ঢুকতে পারেননি তিনি। বিকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমিতির সামনে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই নায়ক।
জায়েদ খান বলেন, ‘দিন শেষে আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। অন্যভাবে কিংবা অন্যায়ভাবে আমি সাধারণ সম্পাদক হইনি। হাইকোর্ট পূর্ণাঙ্গ রায়ে আমাকে নির্বাচিত ঘোষণা করেছেন। কিন্তু সমিতির কার্যালয়ে এসে দেখছি গেটে তালা। ব্যাপারটি খুবই দুঃখজনক। আমি কাঞ্চন ভাইকে জানিয়েছি, সিনিয়র অন্য শিল্পীরাও আসছেন। তারাও দাঁড়িয়ে আছেন।’
চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তালা ঝুলছে
সরেজমিনে দেখা যায়, জায়েদ খান এফডিসিতে প্রবেশের ৫ মিনিট আগেও সমিতির পিয়ন জাকির ও জামান এফডিসিতে ছিলেন, কিন্তু আকস্মিকভাবে তাদের এখন এফডিসিতে দেখা যাচ্ছে না। তা ছাড়া কয়েকশ বহিরাগত এফডিসিতে অবস্থান করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।