রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে হাজিরা দিয়েছেন। আজ রোববার (২ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল।

এদিন দুপুর সোয়া ১২টার দিকে আদালতে হাজির হন পরীমনি। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে আজ নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে।

এজন্য আজ চার্জশুনানি হয়নি। আদালত আগামী ৫ জানুয়ারী চার্জশুনানির তারিখ ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুল হাসান এতথ্য জানান।

মামলার অপর দুই আসামি হলেন-পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার। দুুপুর পৌনে একটার দিকে তারা আদালত ছেড়ে চলে যান।