করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এরই মধ্যে গত মাসে করোনায় আক্রান্তও হয়েছিলেন। সুস্থ হয়ে কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও কাজে ফিরছেন এ নায়ক। ফিরতি যাত্রায় কাজ শুরু করছেন একসঙ্গে তিন সিনেমার। ৫ সেপ্টেম্বর থেকে টেকনাফে শুটিং করবেন অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’ সিনেমার। এরপর তিনি শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’ সিনেমার কাজ করবেন। অক্টোবর মাসে তিনি শুটিং করবেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘আর্তনাদ’ সিনেমার। এসব সিনেমায় অভিনয় প্রসঙ্গে সাইমন বলেন, ‘অনেকদিন তো কাজ ছাড়া বসে থাকলাম। কিন্তু আর কত?
করোনাভাইরাস সহসাই যাবে না। এ পরিস্থিতিতেই আমাদের কাজ করতে হবে। টিকা এক ডোজ নিয়েছি। দ্বিতীয় ডোজও শিগ্গির নেব। তবে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। সেটি মেনেই কাজ শুরু করছি।’ এদিকে আজ এ নায়কের জন্মদিন। দিনটি তিনি পারিবারিক আবহেই কাটাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, সাইমন সাদিক অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’, শফিক হাসানের ‘বাহাদুরী’, শামীম আহমেদ রনির ‘লাইভ’, শওকত হাসানের ‘নদীর বুকে চাঁদ’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।