জোরপূর্বক জনপ্রিয় এক অভিনেত্রীর নগ্ন ভিডিও ধারণ ও যৌন হেনস্তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের চেন্নাইয়ের ভালাসারভাকুমে বসবাস করেন তামিল সিনেমার এই অভিনেত্রী। গত ৭ মার্চ এ অভিনেত্রীর বাসায় কেউ দরজা নক করে। দরজা খুললেই মাস্ক পরা দুজন ব্যক্তি জোর করে বাসায় ঢোকে পড়ে, তারপর ছুরি ধরে এ অভিনেত্রীকে নগ্ন হতে বাধ্য করে, আর সেই ভিডিও ধারণ করে। বাড়ি থেকে যাওয়ার সময়ে এ অভিনেত্রীর সোনার গহনা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে থানায় অভিযোগ করলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, সিসি টিভির ফুটেজ দেখে কানাড়াসান ও সেলভাকুমার নামে দুজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া মালামালও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে পার্শ্ব চরিত্রে অভিনয় করে আসছেন ৩৫ বছর বয়েসী এই অভিনেত্রী। তামিল ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত মুখ। তবে নাম প্রকাশ করতে পুলিশের কাছে অনুরোধ করেছেন এই অভিনেত্রী। তিনি এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।