ভারতের সিনেমা জগতের সবচেয়ে বড় নাম সালমান খানের জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। এদিকে, জন্মদিনে সবচেয়ে প্রথম উপহার কে দিয়েছে-সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালমান জানান, এবার জন্মদিনে প্রথম উপহার দিয়েছে একটি সাপ।

সাপটি তার হাতে তিনবার ‘চুমু’ খেয়েছে বলেও জানান বলিউডের ভাইজান। ঘটনা হলো, জন্মদিনের আগে শনিবার মধ্য রাতে সালমানের শরীরে তিনবার ছোবল দিয়েছে একটি সাপ। ঘটনাটি নিয়ে সালমান বলেন,

‘আমাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু ধীরে ধীরে সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে সাপটিকে ধরি।

তারপর সাপটি তিনবার আমার হাতে কামড় বসায়।’ তিনি আরও জানান, সেই সাপটিকে দেখেই বিষাক্ত বলে মনে হয়েছে তার। হাসপাতালে ছয় থেকে সাত ঘণ্টা থাকতে হয়েছে তাকে। তবে এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছেন।