গত এক যুগ ধরেই দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রূপে হাজির হয়ে ভক্তদের নাড়া দেন তিনি।

দর্শকপ্রিয় অভিনয়শৈলীর পাশাপাশি জয়ার চেহারায় বয়সের ছাপ বোঝার সুযোগ একেবারেই নেই। এতটা ফিটনেস ধরে রেখেছেন তিনি। প্রায়ই তিনি ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন এনে দর্শকমহলে প্রশংসিত হন।

এবার ফের নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হলেন এই অভিনেত্রী। এমন আবেদনময়ী রূপে আর কখোনোই দেখা যায়নি তাকে। বেশ খোলামেলা অবস্থায় হাজির হয়েছেন তিনি।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জয়া তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর ওই পোস্টে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা। তাপস কুমার নামের এক ভক্ত কমেন্টে লিখেছেন, গরীবেরা এভাবেই শীত কাটায়।

জয়ার আরেক অনুরাগী আবু সাদাত লিখেছেন, অসাধারণ ছিল প্রতিটি ছবি। এদিকে মাহমুদুল হাসান লিখেন, বয়স শুধু নাম্বার মাত্র।

প্রথম চল্লিশ মিনিটে জয়ার ওই পোস্টে ছয় হাজারের অধিক কমেন্ট এবং ৪০০-এর অধিক শেয়ার হয়েছে।