বক্স অফিসে সুনামি বইয়ে দিচ্ছে সদ্য মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘আরআরআর’। শুক্রবার (২৫ মার্চ) বিশ্বব্যাপী ৮ হাজারের বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। এদিন বিশ্বব্যাপী প্রায় ২৪০ কোটি রুপি আয় করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
বিদেশী এক গণমাধ্যমের প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সংগ্রহ করেছে ২৪০ কোটি রুপি (গ্রস)। সেই প্রতিবেদনে জানানো হয়েছে, সিনেমাটি তেলেগুতে রেকর্ড সংগ্রহ করেছে ১২০ কোটি রুপি (নেট), তামিল সংস্করণে ১০ কোটি (গ্রস), হিন্দি সংস্করণে ২৫ কোটি (গ্রস), কন্নড়ে ১৪ কোটি (গ্রস), মালয়ালামে ৪ কোটি (গ্রস) রুপি। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া,
কানাডা এবং মধ্যপ্রাচ্যজুড়ে সিনেমাটি প্রথম দিনে সংগ্রহ করেছে ৭৫ কোটি রুপির বেশি। সব মিলিয়ে সিনেমাটির মোট সংগ্রহ ২৪০ কোটি রুপির বেশি (গ্রস)। ‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।