পর্নোগ্রাফি মামলায় বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়াকে টানা আট ঘণ্টা জেরা করল মুম্বাই পুলিশ। শার্লিন শুক্রবার দুপুর ১২ টায় মুম্বাই ক্রাইম ব্র্যাঞ্চে হাজির হন। পরে রাত ৮টায় সেখান থেকে বেরিয়ে যান তিনি। শার্লিন পরে সংবাদ মাধ্যমকে জানান, পুলিশ কর্মকর্তারা তার কাছে ‘আর্মসপ্রাইম মিডিয়া’ ও রাজ কুন্দ্রা সম্পর্কে জানতে চেয়েছেন।
শার্লিন বলেন, ‘আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে আমার চুক্তি, তাদের জন্য কতগুলো ভিডিও শুট করেছি ইত্যাদি বিষয়ে পুলিশ প্রশ্ন করেছে। রাজ কুন্দ্রা সম্পর্কেও প্রশ্ন করা হয়েছে।’ গত ১৯ জুলাই পর্নোগ্রাফি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। রাজ বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে। রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’–এর চার কর্মচারীও এই মামলার সাক্ষী হয়েছেন। ম্যাজিস্ট্রেটের সামনে ওই চারজন জবানবন্দিও দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া ডটকম
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।