ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ক্যারিয়ারের ১১ বছর পার করছেন। এই সময়ে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের পরিচিতি তৈরি হয়েছে এ অভিনেত্রীর। সব দুঃখ-বেদনা সামলে নিয়ে সামান্থা নাম লেখাতে যাচ্ছেন বলিউডে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বেশ কয়েকটি হিন্দি সিনেমার চিত্রনাট্য পড়েছেন সামান্থা। তবে কোন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন, তা এখনও জানা যায়নি। তবে আলোচনায় ওঠে এসেছে সামান্থার পারিশ্রমিকের বিষয়টি।
‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ যা পারিশ্রমিক পেয়েছিলেন এখন তার থেকে বেশি দাবি করছেন। শোনা যাচ্ছে, সিনেমা প্রতি নাকি চার কোটি টাকা পারিশ্রমিক দাবি করছেন এ অভিনেত্রী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।