আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন বলেছেন, নিজের মুখে যত গান গেয়েছি, সবই আবার লাইভে গাইবো। জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের সাবেক এই ভোকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ কথা বলেন। ফেসবুক স্ট্যাটাসে এই জনপ্রিয় লিড ভোকাল বলেন, ইনশাআল্লাহ নিজের মুখে যত গান গেয়েছি,

রেকর্ড করেছি, নিজের লিখা, সুরকরা বা অন্যের লিখা সুর করা, সব গানই লাইভে গাইবো। ভদ্রতাকে দুর্বলতা ভাবার কোনো অবকাশ নেই। পোস্টটির কমেন্টে তুহিন আরও বলেন, আভাসে আমি খুব সুখী ও স্বচ্ছন্দে আছি। হয়তো আমার ব্যান্ডমেটরা ওদের (শিরোনামহীন) মতো প্রতিভাবান নয়।

কিন্তু এ মানুষগুলো আমাকে বোঝে। তারা অসুস্থতায় মৃত্যু খুঁজবে না, ধান্দা করবে না, আমার সফলতার চেষ্টাকে ব্যান্ড সফলতা হিসেবে বিশ্বাস করে। ২০১৭ সালে রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক ভোকাল তানজির তুহিন ব্যান্ডটির সাথে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সে বছরই ৭ অক্টোবর ব্যান্ড ত্যাগের ঘোষণা দেন। একই বছর ১৬ ডিসেম্বর ‘আভাস’ ব্যান্ড গড়েন তিনি।