আকাশ সংস্কৃতির কালে চলচ্চিত্র দেশের সীমানায় আটকে নেই। শিল্পীরাও এখন দেশ ছাড়িয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। বলিউডের অনেক তারকাকে হলিউডে অভিনয় করতে দেখা গেছে। এমনকি টালিগঞ্জের অনেক তারকা বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন। বলিউডের রাজেশ খান্না, ইরফান খান, সানি লিওন, রাখি সাওয়ান্তকেও দেশিয় সিনেমায় দেখা গেছে।
প্রশ্ন উঠতে পারে বাংলাদেশের কেউ বাইরে অভিনয় করেছেন কিনা? উত্তর ‘হ্যাঁ’ হলেও তালিকাটা কিন্তু খুব বড় নয়। তবে সম্প্রতি বাংলাদেশি দু’একজন তারকার ভারতের তামিল-তেলেগু সিনেমায় অভিনয়ের কথা শোনা যাচ্ছে।
মেঘলা মুক্তা: বাংলাদেশের তারকা মেঘলা মুক্তা। তিনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়ে উঠেছেন। এরই মধ্যে একাধিক তামিল সিনেমায় অভিনয় করেছেন। ২০১৯ সালে মেঘলা মুক্তা অভিনীত প্রথম তামিল সিনেমা ‘সাকালাকালা ভাল্লাবুড়ু’ প্রায় ১৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। জুটি বেঁধেছিলেন তানিস্ক রেড্ডির সঙ্গে। গত বছরের শেষে তিনি দ্বিতীয় তামিল সিনেমা ‘ইয়েরা চেরা’র শুটিং শুরু করেন। করোনার কারণে এই সিনেমার মুক্তি পিছিয়ে গেছে।
মিষ্টি জান্নাত: দেশের সীমানা পেরিয়ে তামিল সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’র শুটিং করছেন তিনি। সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন তামিল নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে বলে জানা যায়।
শান্তা পাল: বাংলাদেশি মডেল শান্তা পাল। করোনা মহামারির আগেই তেলেগু সিনেমায় নাম লেখান। অডিশন, লুক টেস্ট দিয়ে মার্চ মাসের দিকে ভারত থেকে দেশে ফেরেন তিনি। এরপরই শুরু হয় লকডাউন। এ কারণে ৩৫ দিনের শুটিং শিডিউল দিয়েও কাজে যোগ দিতে পারেননি শান্তা। তেলেগু ভাষার এই সিনেমার নাম ‘ইয়ে রা লা ভা। সিনেমাটি পরিচালনা করছেন বিশ্বনাথ রাও।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।