দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরছেন সিমলা। দেশে ফিরেই বিয়ের জন্য পাত্র খুঁজছেন বলে জানিয়েছেন এই নায়িকা। এক সময়ে তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শিমলা।
১৯৯৯ সালে সিমলা অভিনীত প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’র মাধ্যমে শুরুতেই জনপ্রিয়তা পান তিনি। হয়ে ওঠেন ম্যাডাম ফুলি নামেই পরিচিত। এই ছবিটির মাধ্যমেই অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর পর একের পর এক সাফল্য ধরা দেয় সিমলার হাতে।
জানা গেছে, একাকী জীবনের ইতি টানতেই বিয়ে করতে চান তিনি। কিন্তু একাকী জীবনের ইতি টানবেন কবে এমন প্রশ্নের উত্তরে সিমলা বলেন, ‘বিয়ে তো করতেই চাই। কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। দেখি, পরিবার থেকে পাত্রের খোঁজ করছে। কী হয় দেখার অপেক্ষায় আছি। মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব। বিয়ের জন্য আমি প্রস্তুত।’
‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা বিয়ে করে সেঞ্চুরি করতে চান। একটি বেসরকারি চ্যানেলের ‘৩০০ সেকেন্ড’ নামের একটি অনুষ্ঠানে সিমলা মজার ছলে এ মন্তব্য করেন।
উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সিমলাকে প্রশ্ন করেন, আপনি বিয়ে করেছেন কয়টা? জবাবে সিমলা বলেন, মোটামুটি ৩০-৩৫টি।
জয় বলেন, বুঝলাম, দুষ্টুমি করে বলেছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং সবসময় ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করবো।
উল্লেখ্য, এর আগে সিমলা ২০১৮ সালের ৩ মার্চ পলাশ আহমেদ নামে নারায়ণগঞ্জের এক যুবককে বিয়ে করেন। তবে একই বছরের ৬ নভেম্বরে ১০ মাসের মধ্যে তাদের বিচ্ছেদ ঘটে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।